বিকল্পের লক্ষ্যে – শান্তনু দে … Paramita Ghosh Chowdhuey 4 years ago বার্নি স্যাণ্ডার্স নিজে গিয়ে ব্ল্যাক লাইভস ম্যাটার-এর বড় বড় জনসভাতে বক্তব্য রেখেছেন। হিলারি ও ট্রামনয়া উদারবাদে বিশ্বস্ত ওবামার মধ্য দক্ষিণপন্থা থেকেই ট্রাম্পের উগ্র দক্ষিণপন্থার উত্থান। ‘ক্ষুধার এক করাল ছায়া গ্রাস করছে আমেরিকাকে। মহামারি অর্থনীতিতে, প্রতি আটটি পরিবারের মধ্যে প্রায় একটিতেই খাওয়ার মতো নেই যথেষ্ট কিছু। লকডাউনে, ফুড ব্যাঙ্কগুলিতে বেনজির দীর্ঘ লাইন।’ শেয়ার বাজারের সূচকের উল্লম্ফনের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বেকারি। বাড়ছে ছাঁটাই। বাইডেনের জয় শেয়ার করুন