৮ মে, ২০২৫
সিপিআই(এম)-এর পক্ষে রাজ্যসভায় দলের নেতা জন ব্রিটাস ৮ মে, ২০২৫ তারিখে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেন, যা ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে আহ্বান করা হয়।
জন ব্রিটাস দুঃখ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরপর দ্বিতীয়বার এমন একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকেলেন না। তিনি সরকারের কাছে দাবি জানান, যেন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন এবং পাশাপাশি সংসদের একটি বিশেষ অধিবেশনও আহ্বান করা হয়।
সরকার যখন জানিয়েছে যে ‘অপারেশনের উদ্দেশ্য সফল হয়েছে’, তখন ব্রিটাস স্মরণ করিয়ে দেন—অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এমন সামরিক অভিযান কতটা কার্যকরভাবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে নির্মূল করতে পারে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জারি রাখা এবং আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করাই সন্ত্রাসবাদের মোকাবিলায় দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে। একইসঙ্গে, পরিস্থিতির আরও অবনতি রোধেও সরকারকে সতর্ক থাকতে হবে।
তিনি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানান। সেইসঙ্গে, বিভ্রান্তিমূলক প্রচারের মোকাবিলা করতে সমস্ত প্রাসঙ্গিক তথ্য জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান।
ব্রিটাস স্পষ্টভাবে বলেন, ঘৃণার প্রসার রোধ করাও সরকারের অন্যতম দায়িত্ব, এবং তিনি জোর দিয়ে বলেন—সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। ঘৃণার বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অসম্ভব।
তিনি পহেলগাম ও কাশ্মীরের মানুষের ভূয়সী প্রশংসা করেন, যারা এত দুর্দশা সত্ত্বেও মানবিকতা ও সহানুভূতির সঙ্গে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গোটা দেশের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন উপযুক্ত সময়ে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কাশ্মীরে পাঠানো হয়, যাতে কাশ্মীরের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারা যায়।