ইউজিসি'র গাইডলাইন বাতিল করার দাবীতে বুকলেট প্রকাশ এস এফ আই'র তরফে

দু বছর আগে ইউজিসি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। যদিও প্রবল প্রতিবাদ, প্রতিরোধের মুখে সেই সিদ্ধান্ত এখনও বাস্তবায়িত হয়নি । তারপর গত বছর শিক্ষা বিরোধী নয়া শিক্ষানিতি ২০১৯ - এ ইউজিসি ’কে কার্যত গুরুত্বহীন করে রাখার প্রকল্প আনে কেন্দ্র সর কার। আর এই বছর এপ্রিল মাসে আমরা দেখলাম এই মহামারীর মধ্যে পরীক্ষা ও একাডেমিক ইয়ার সংক্রান্ত প্রশ্নে ইউজিসি ’র তুঘলকি সিদ্ধা ন্ত। তার আড়াই মাস পর ইউজিসি ’কে ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদের জন্য ‘বাধ্যতামূলক’ পরীক্ষা দেওয়ার নিদান দিতে ও দেখল গোটা ভারতের মানুষ।

শিক্ষা যৌথ-তালিকার বিষয়। তাই রাজ্য সর কারের সাথে কথা না বলে ইউজিসি ইউনিভার্সিটিকে ‘বাধ্যতামূলক’ পরীক্ষা নেওয়ার কথা বলতে পারে না। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। ভারতীয় সংবিধানের পরিপন্থী। এর মাধ্যমে এই সরকার আবার তার ফ্যাসিস্ট চরিত্র প্রমাণ করল।

কখন পরিস্থিতি স্বাভাবিক হবে , তার ভরসায় ছাত্রছাত্রীদের পরীক্ষা ও রেজাল্ট আটকে রাখা আরেক ধরণের বৈষম্যের জন্ম দেয়। তাই এখন যারা পরীক্ষা দিতে পারবে না তারা পরে পরীক্ষা দিয়ে রেজাল্ট হাতে পাবে , এই মন্তব্য আসলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের প্রাপ্য কেরি য়ার গড়ার সুযোগের পথে একটি মস্ত পাহাড় তুলে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার প্রকল্প ছাড়া আর কিছুই নয়।

চারিদিকে সমগ্র ছাত্রসমাজে এই নয়া গাইডলাইনেরনের বিরুদ্ধে জনমত তৈরি করে , রুখতে হবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রকল্পকে ।

বুকলেটটি ডাউনলোড করতে নিচের লিংকটি ব্যাবহার করুন।


শেয়ার করুন

উত্তর দিন