একজন লিখেছেন 'দিল্লি যখন জ্বলে,মালা আমার গলে'। গুজরাট থেকে ভুবনেশ্বর মালা বদল হবে। রাজ্য সরকার অমিত শাহের জন্য মাইক সহ অমায়িক, অন্যদের অমাইক। কলকাতা তথা বাংলার মানুষ কিন্তু চুপ করে বসে নেই, থাকবে না। দাঙ্গাবাজদের বিরুদ্ধে, শান্তি ও সম্প্রীতির পক্ষে প্রতিদিন রাস্তায় থাকতে হবে। আরও জানুন