৬৭দিন ধরে একটানা হার না মানা লড়াই চালিয়ে যাচ্ছে শাহিনবাগ। সিএএ, এনপিআর, এনআরসি এর নাম করে ধর্মের ভিত্তিতে আবার দেশভাগ করা যাবে না - সাফ কথা দেশের মানুষের। বিভেদকামী সিএএ, এনআরসি এবং এনপিআর বাতিলের দাবিতে গত ১৬ডিসেম্বর থেকে দক্ষিণ দিল্লির শাহিনবাগে মহিলাদের এই প্রতিবাদ আন্দোলন চলছে। শাহিনবাগ থেকে সিএএ বিরোধী ধর্না সরানোর আবেদন জানিয়ে দায়ের হওয়া একটা জনস্বার্থ মামলার শুনানির প্রেক্ষিতে গত সোমবার (১৭ ফেব.) সুপ্রীম কোর্ট মধ্যস্থতার মাধ্যমে গোটা ঘটনার সমাধানসূত্র খোঁজার নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতেই দুই প্রবীন আইনজীবি সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন মধ্যস্থতাকারী নিযুক্ত হন।
বুধবার দুই মধ্যস্থতাকারী শাহিনবাগে উপস্থিত হয়ে প্রথমে মিডিয়ার সামনে কোন আলোচনা করতে অস্বীকার করেন কিন্তু শাহিনবাগের প্রতিরোধীরা দৃঢ়তার সাথে জানান যে কেন্দ্রের সরকারের ওপরে তাদের কোন ভরসা নেই তাই গোটা আলোচনাপর্ব মিডিয়ার সামনেই করতে হবে।বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনগণশক্তি
আনন্দবাজার পত্রিকা
The Telegraph
শেয়ার করুন