১৪ জুলাই, ২০২৫
প্রেস বিবৃতি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
সিপিআই(এম)-এর পলিট ব্যুরো শ্রীনগরের নকশবন্দ সাহেব কবরস্থানে জম্মু ও কাশ্মীরের নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানায়। ১৯৩১ সালের ১৩ জুলাই ডোগরা সেনার হাতে নিহত ২২ জন শহিদকে শ্রদ্ধা জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। একইসঙ্গে সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য মহম্মদ ইউসুফ তরিগামিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া থেকে বাধা দেওয়ার ঘটনাকেও তীব্রভাবে ধিক্কার জানানো হচ্ছে।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তার নিজস্ব হুকুম ও পশ্চাদমুখী দৃষ্টিভঙ্গি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার একটি উদাহরণ হল শহিদ দিবসের ছুটির বাতিল করা। অপরদিকে, যিনি স্বাধীনতা সংগ্রামীদের হত্যার জন্য দায়ী সেই মহারাজার জন্মদিনকে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিযুক্ত উপ রাজ্যপাল নির্বাচিত রাজ্য সরকারের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করছেন।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো দাবি জানায়, বিজেপি সরকার যেন জম্মু ও কাশ্মীরের জনগণের আবেগ নিয়ে খেলা বন্ধ করে, শহিদ দিবসের ছুটি পুনরায় চালু করে এবং জম্মু ও কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকারকে সম্মান ও রক্ষা করে। মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জম্মু ও কাশ্মীরের জনগণের উপর হামলার জন্য উপ রাজ্যপালকে ক্ষমা চাইতে হবে।