৭ মে,২০২৫
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) -এর পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
অপারেশন সিঁদুর ভারতীয় সশস্ত্র বাহিনীগুলি দ্বারা পরিচালিত একটি অভিযান, যার উদ্দেশ্য ছিল পাক অধিকৃত কাশ্মীর (PoK) ও পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটি ও পরিকাঠামো ধ্বংস করা। সশস্ত্র বাহিনীর বক্তব্য অনুসারে, এই হামলাগুলি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং উত্তেজনা-বৃদ্ধিকারী নয় এই রকম প্রকৃতির ছিল এবং নয়টি স্থানে সফলভাবে পরিচালিত হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কেন্দ্রের নেওয়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।
এই পদক্ষেপগুলির পাশাপাশি, পাকিস্তানের উপর চাপ বজায় রাখতে হবে যাতে পহেলগামে নিরীহ মানুষের হত্যাকাণ্ডে দায়ী জঙ্গীদের ভারতকে হস্তান্তর করা হয় এবং পাকিস্তানের মাটিতে কোনও জঙ্গি ঘাঁটি যেন পরিচালিত না হয় তা নিশ্চিত করা যায়। ভারত সরকারকে নিশ্চিত করতে হবে যেন দেশের জনগণের ঐক্য ও দেশের অখণ্ডতা রক্ষা পায়।