PB Statement

বিভাজনকারী কার্যকলাপ রোধ করতে হবে

২৫ এপ্রিল, ২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি:

পহেলগাঁও’তে বর্বর জঙ্গি হামলার বিরুদ্ধে যখন সমগ্র দেশ একযোগে রুখে দাঁড়িয়েছে, তখনই বিভিন্ন রাজ্য—যেমন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদিতে—জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে হুমকি ও হয়রানির ঘটনা প্রকাশ্যে আসছে। দেরাদুনে এক সাম্প্রদায়িক সংগঠনের হুমকি ও চূড়ান্ত সময়সীমা দেওয়ার কারণে বহু কাশ্মীরি পড়ুয়া বাধ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

সমাজ মাধ্যমেও কাশ্মীরি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষপূর্ণ প্রচার চালানো হচ্ছে। গোটা দেশ দেখেছে কিভাবে কাশ্মীরিরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড জঙ্গিদের উদ্দেশ্যকেই সহায়তা যোগায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এমন বিভাজনমূলক কার্যকলাপে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। যারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এবং জাতীয় ঐক্য বিনষ্ট করতে চায়, তাদের প্রতি কোনো রকম ছাড় দেওয়া উচিত নয়।


শেয়ার করুন

উত্তর দিন