PB Statement

ইউজিসি খসড়া নিয়মাবলী প্রত্যাহার করতে হবে

৮ জানুয়ারি, ২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র খসড়া নিয়মাবলী ২০২৫-এ এমন একটি ধারা অন্তর্ভুক্ত রয়েছে যা রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নির্বাচন বিষয়ে রাজ্যের অধিকারের উপর সরাসরি আঘাত নামিয়ে আনে। এই নির্দেশিকা অনুযায়ী, রাজ্যপাল তথা আচার্যকে তিন সদস্যের নির্বাচক কমিটি নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে আচার্যের মনোনীত ব্যক্তি কমিটির সভাপতি হবেন। এটি এমন এক প্রেক্ষাপটে ঘটছে যেখানে কিছু বিরোধী-শাসিত রাজ্যে রাজ্যপালরা উপাচার্য নিয়োগে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছেন।

এই নির্বাচক কমিটিতে কারা থাকবেন তা নিয়ে রাজ্য সরকারের কোনো বক্তব্য থাকবে না। এই নির্দেশিকার মাধ্যমে, কেন্দ্রীয় সরকার রাজ্যপাল তথা আচার্যদের মাধ্যমে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে তাদের পছন্দমতো উপাচার্য নিয়োগ করতে পারবে।

এই খসড়া নিয়মাবলী সাংবিধানিক অবস্থানকে লঙ্ঘন করে, যেখানে শিক্ষা একটি যৌথ তালিকাভুক্ত বিষয়। সমস্ত গণতান্ত্রিক মনোভাবাপন্ন অংশ, যার মধ্যে অ-বিজেপি রাজ্য সরকারগুলিও অন্তর্ভুক্ত, এই বিপজ্জনক প্রবনতার সম্মিলিতভাবে বিরোধিতা করা উচিত। এই খসড়া অবিলম্বে প্রত্যাহার করা উচিত।


শেয়ার করুন

উত্তর দিন