ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে
কারাগার/জেলে জাতিগত বৈষম্যের কুঅভ্যাসের অবসান ঘটানোর জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সিপিআই(এম) সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তা হল জঘন্য বর্ণপ্রথার বিরুদ্ধে অত্যন্ত প্রয়োজনীয় লড়াইয়ে বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ।
আদালত ঘোষণা করেছে 'মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার এমনকি কারাবন্দীদের ক্ষেত্রেও প্রযোজ্য' এবং যে বিধানগুলি বিভিন্ন কারাগারের নিয়মাবলী এবং আইনে জাতিগত পক্ষপাতিত্ব এবং বিচ্ছিন্নতাকে প্রাধান্য দেয় সেগুলিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।
জাতিগত পক্ষপাত এবং অস্পৃশ্যতার ধারণার উপর ভিত্তি করে বন্দীদের কাজের দায়িত্ব বন্টন, থাকার ব্যবস্থা এবং বন্দীদের খাবার বানানোর মত বিষয়বস্তুতে এমন বিধানের উপস্থিতির উল্লেখ করে, সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে কারাগারের ম্যানুয়াল থেকে সেগুলিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
সিপিআই(এম) দাবি জানাচ্ছে যে সমস্ত সরকারকে কারাগারের জীবনে জাত-ভিত্তিক বৈষম্য দূর করতে আদালত নির্ধারিত তিন মাস সময়ের মধ্যে আদালতের রায়ে প্রস্তাবিত ব্যবস্থাগুলি শুরু করতে হবে।