১০ মার্চ, রবিবার, ২০২৪,
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
ভারতের নির্বাচন কমিশন: উদ্বেগজনক ঘটনাবলি ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরে যে আকস্মিক ঘটনা ঘটেছে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে।
অবসরের তিন বছর বাকি থাকা অবস্থায়, একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগ পত্র রীতি অনুযায়ী গৃহীত হয়েছে। একজন কমিশনার পদ শূন্য হওয়ার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এই মুহূর্তে কমিশন শুধুমাত্র মুখ্য নির্বাচন কমিশনার দ্বারা পরিচালিত হচ্ছে।
এমন ঘটনা ১৮ তম লোকসভা সাধারণ নির্বাচনের প্রাক্কালে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে। যে নতুন আইন হয়েছে, তাতে নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচন কমিশন গঠনের সমগ্র নিয়ন্ত্রন কেন্দ্রীয় সরকারের অধিনস্ত। এই পরিস্থিতিতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার সামর্থ সুনিশ্চিত করার ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি।
কি কারণে এমন পরিস্থিতির উদ্রেক হয়েছে তা কেন্দ্রীয় সরকারের কাছে স্পষ্ট বিবৃতিতে জানানোর দাবি জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
(মুরলীধরণ)
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কমিটির পক্ষে।