Mafia Raj WB

কয়লা বালির রি ইউনিয়ন!!

সায়ন ব্যানার্জী

বলো কী নন্দলাল!!  কয়লা মাফিয়া তথা বিজেপির নেতা রাজু ঝা দিল্লিতে যাচ্ছেন গরু পাচার কান্ডের পলাতক অভিযুক্ত আব্দুল লতিফের গাড়িতে করে!! গরু, কয়লা, বিজেপি, তৃনমূল তো মিলে মিশে একাকার।।

তাহলে যেমনটা দাঁড়ালো,

কয়লা মাফিয়া রাজু ঝা খুন হলেন,  তিনি যার গাড়িতে করে যাচ্ছিলেন, তিনি গরু পাচার কান্ডের অন্যতম অভিযুক্ত এবং CBI এর খাতায় ফেরার আব্দুল লতিফ ( গ্রেফতার হওয়া তৃনমূল নেতা অনুব্রত মন্ডলের  ডান হাত),  অন্যদিকে গতকাল খুন হয়ে যাওয়া  রাজু ঝা ২০২১ সালে বিজেপিতে যোগদান করেন,  খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজু ঝা খুন হয়ে যাবার পরে বিজেপির কার্যকর্তা বলে সম্বোধন করেছেন। বিজেপিতে যোগদানের আগে প্রথা মতই  তৃনমূলের নেতা ছিলেন এই রাজু ঝা। ২০০৬ সালে বামফ্রন্ট সরকারের রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন রাজু ঝা, জেল থেকে বেরিয়েই সোজা তৃনমূলের ঝান্ডার তলায়।

২০২২ এর ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবসের দিন মমতা ব্যানার্জী বলেছিলেন দুর্গাপুরে কয়লা পাচারকারী এক বিজেপি নেতার হোটেলে ঘাঁটি গেড়েছিলেন বিজেপির নেতারা, ঘটনাচক্রে এই বিজেপি নেতা রাজু ঝার হোটেলও দুর্গাপুর সিটি সেন্টারের পাশেই, আর সেই বিজেপি নেতাই ঘুরে বেড়াচ্ছেন তৃনমূলের নেতা তথা CBI এর খাতায় ফেরার  আব্দুল লতিফের  সাথে।  দাদা অংক কি কঠিন!!

হঠাৎই রাজু ঝা গতকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? নাহ,  কয়লাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য  আজ দিল্লি যাবার কথা রাজু ঝার।

প্রথমে বগটুইয়ের প্রধান অভিযুক্ত লালন শেখ খুন হয়ে গেলেন CBI-এর হেফাজতে আর এখন CBI অবধি পৌঁছানোর আগেই খুন হয়ে গেলেন কয়লা মাফিয়া রাজু ঝা। কাকে বাঁচানোর চেষ্টা??  একবার নয় বার বার।

 তদন্ত চলছে নাকি তদন্তের নামে প্রহশন চলছে? CBI-এর খাতায় ফেরার অনুব্রতর ডান হাতের গাড়িতে করে কয়লা মাফিয়া ঘুরে বেড়াচ্ছেন!! কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, সেই সাদা ফরচুনার গাড়ির মধ্যেই ছিলেন CBI এর খাতায় পলাতক আব্দুল লতিফ।। তদন্ত চলছে!!

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইডির আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছেন, যে নাম তদন্তে উঠে এসেছে, তিনি অত্যন্ত প্রভাবশালী  কিন্তু তার নাম তিনি বলতে পারবেন না!  শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চ্যাটার্জীর গ্রেফতার হবার পরে সেই অর্থে আর বড়ো কোনো গ্রেফতার নেই, কচি কুন্তল আর কচি শান্তনু মাঝে মাঝে কিছু বান্ধবী আর টলিউডের কিছু অভিনেতা অভিনেত্রী ব্যাস, আর এগোচ্ছে কই?  মাথা কই? শিক্ষক দুর্নীতির মামলায় আসল কিংপিন হিসাবে ED আর CBI পার্থ চ্যাটার্জীকেই প্রতিষ্ঠা করতে চাইছে?  সারদা/ রোজভ্যালির তদন্তের মতই কালীঘাট কী তাহলে বিপদমুক্ত থাকতে চলছে?

রেড রোডে দুদিন ধরে মমতা ব্যানার্জী ধর্না দিলেন, কেউ ফিরেও তাকালো না; কিন্তু ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই মোদি সরকার ৬০০ কোটি টাকার  ডালি সাজিয়ে হাতে তুলে দিলেন মমতা ব্যানার্জীর।

Mamata 1

অনুব্রত এখন তিহারে; সে তো তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ভুবনেশ্বরের জেলে ছিলেন দিনের পর দিন।  পার্থ চ্যাটার্জী,  মানিক ভট্টাচার্য জেল খাটছেন; সে তো মদন মিত্র কুনাল ঘোষও জেল খেটেছেন  কিন্তু মাথা!!... মাথা কই??

কালীঘাটকে কে বাঁচাচ্ছে বার বার? গতকাল রাজু ঝা খুন হয়েছেন শক্তিগড়ের এক প্রসিদ্ধ ল্যাংচার দোকানের সামনে, ল্যাংচার নাম শুনে লেডিক্যানির নাম মনে পড়ে গেলো।  তাই আবারও মনে পড়ে গেলো RSS  এর দুটো লেডিক্যানি একটা তৃনমূল আর একটা বিজেপি। দুর্নীতির ব্রেন-ডেথ ঘোষনা করার জন্য মাথাকে ধরতে হবে,  এনাফ ফর চুনোপুটি, নাও ইটস টাইম ফর হাওয়াই চটি।


শেয়ার করুন

উত্তর দিন