গত দশ বছরে কেমন আছেন এ রাজ্যের মহিলারা? ঈশিতা মুখার্জি

৮ মার্চ , ২০২১ সোমবার

আজ ৮ই মার্চ । আন্তর্জাতিক নারী দিবস মহিলাদের লড়াই সংগ্রামের ইতিহাসের আন্তর্জাতিক স্বীকৃতি । এই স্বীকৃতি আদায়ের কৃতিত্ব সম্পুর্ণ ভাবে কমিউনিস্টদের । বর্তমানে আমাদের রাজ্যে সামনে যখন লড়াই ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদ সহযোগী শক্তি অর্থাৎ আর-এস-এস বিজেপি ও তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে , তখন গত দশ বছরে পশ্চিমবঙ্গে মহিলারা কেমন আছেন বা ২০১১ সাল থেকে সরাসরি তৃণমুল কংগ্রেস শাসনে এবং ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি যুক্ত হয়ে মহিলাদের সম্পর্কে কি দৃষ্টিভঙ্গী নেওয়া হয়েছে তার হিসেব তো নিতেই হবে আজকে ।



২০১৪ সালে দীপালি গিরির কথা মনে আছে? অঙ্গন ওয়ারী শ্রমিক দীপালিকে পূর্ব মেদিনিপুরের সুনিয়াতে উলংগ করে, দলবদ্ধ ধর্ষণ করে খুন করা হয় । না উত্তর প্রদেশের বাদাউন নয় । এই ঘটনা ঘটেছে, প্রায় প্রতিদিন অবিরত ঘটে চলেছে পশ্চিমবঙ্গে । কন্যাশিশু বিবাহ এবং নারী ও শিশু পাচারে ২০১৬ সালেই সংখ্যা ছিল ৮৩৩৫ । অবশ্যই এই সংখ্যা প্রকৃত ঘটনার থেকে কম । এই জমানায় নারী নির্যাতনের কথা বোধহয় সারা পৃথিবী জানে । পার্ক স্ট্রিট দিয়ে শুরু, তারপর কামদুনি থেকে ধূপগুরি …। পার্ক স্ট্রিট ঘটনা থেকে সমাজবিরোধীরা বুঝে গেল এই রাজ্যের সরকার আসলে তাদের সরকার মুখ্যমন্ত্রীর মন্তব্যে । তারপর সমাজবিরোধী কার্যকলাপ সীমা ছাড়িয়ে গিয়ে এ রাজ্যকে কার্যত মহিলাদের জন্য বিপজ্জনক রাজ্যে পরিণত করল । নারীর প্রতি হিংসার সংখ্যা ঊর্ধ্বগামী । মাত্র আগস্ট মাসেই ঘটেছে ২০০টি ধর্ষণ । খেয়াল করলে দেখা যাবে বেশির ভাগ দলবদ্ধ ধর্ষণ অর্থাৎ সংগঠিত অপরাধের সংখ্যা বাড়ছে । কয়লা মাফিয়া, বালি মাফিয়া, নারী পাচার চক্র এক অপরাধ চক্রের অংশ । তাই বেড়েছে নারী ও শিশু পাচার এই সময়ে । ২০১৭ সালের জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো জানাচ্ছে যে অ্যাসিড আক্রান্তের সংখ্যা এই রাজ্যে ৩০৭ । এর মধ্যে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিশোধ মূলক । মহিলাদের অভিযোগ জানানোর জন্য যে রাজ্য মহিলা কমিশন, তার কোন বক্তব্য আজ পর্যন্ত্য কেউ শোনে নি । মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এই প্রশাসনে অকেজো । এরকমটাই আমরা দেখি বিজেপি শাসিত রাজ্যে , যারা মনুবাদী ভাবধারায় মনে করে মহিলাদের গার্হস্থ্য কাজেই মানায়, আন্দোলন সংগ্রামে তারা বেমানান ।তৃণ্মুল কংগ্রেস মুখে ক্ষমতায়নের কথা বলছে সাইকেল সাথী, কন্যাশ্রী , ইত্যাদির কথা বলে কিন্তু সব দিক দিয়েই এই মহিলাদের , কন্যাশিশুদের জন্য রাজ্যে নির্যাতন এবং যন্ত্রণা নামিয়ে এনে প্রাক-উত্তর প্রদেশ পরিস্থিতি প্রস্তুত করেছে । কন্যাশ্রী কোন অভিনব প্রকল্প নয় এ কথা স্পষ্ট করে বোঝা দরকার । বহু রাজ্যে এরকম প্রকল্প আছে , আমাদের পশ্চিমবঙ্গেও বাম সরকারের আমল থেকে এই প্রকল্প ছিল-সামান্য অদল বদল করেছে বর্তমান সরকার মাত্র ।

এ রাজ্যে মহিলারা কাজ হারিয়েছে সবচেয়ে বেশি । এ রাজ্যে মজুরি পেয়েছেন শ্রমজীবী মহিলা সবচেয়ে অনিয়মিত এবং কম । পিরিয়ডিক লেবার সমীক্ষা অনুযায়ী দশ বছরে গ্রামীন বাংলায় ৯.৩ লক্ষ মহিলা কাজ হারিয়েছেন । এই মহিলারা রেগার কাজ থেকেও বঞ্চিত হয়েছেন, নাম লেখানো থাকলেও কাজ পাননি অনেকে । এই কাজ হারানো বঞ্চিত মহিলাদের কাজ দেওয়ার ভরসা দিয়ে দলীয় আনুগত্য আদায় করলেও তা শোষণ ছাড়া আর কিছু নয় । ১০০ দিনের কাজ জোটে নি, জোটে নি স্বনির্ভর গোষ্ঠীর কাজও । দুর্যোগ ফণী বা বুল্বুলের পর এই মহিলারা সব হারিয়ে বাধ্য হয়েছেন পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাতে । আজ করোনা অতিমারির পর তারা যখন ঘরে ফিরলেন অবাক হয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করলেন –এরা গেলেন কেন? এখানেই তো কাজ আছে । কোথায় কাজ? থাকলে ভিটে মাটি ছেড়ে কোন মহিলা অজানা কাজের খোঁজে বেড়িয়ে পড়ে? এই কাজ না পাওয়া পরিযায়ী শ্রমিকের মধ্যে যারা পুরুষ তাদের ৬৭%এর কাজ এখন হলেও, মহিলাদের কাজ হয়েছে মাত্র ৬% -এই তথ্য দিচ্ছে সিএম আই ই ।২০১৮ সালের বিশ্ব ব্যাঙ্কের এক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে যা কাজ হয়েছিল সব হয়েছিল ২০১১-১২ সালের আগে , তার পরে কাজ আর হয় নি । যে মহিলারা ঋণ নিয়ে উদ্যোগী হওয়ার চেষ্টা করছিলেন, তাদের উপর এই সময়ে মরার উপর খাঁড়ার ঘায়ের মত চলে এল ক্ষুদ্রঋণ প্রকল্পের ঋণ আদায়ের চাপ । তথ্য চাপা দেওয়া হল , কিন্তু এই কারণে শ্লীলতা হানি, এমন কি আত্মহত্যাও ঘটল । এই অংশের খেটে খাওয়া গরিব মহিলারাই শোষিত হয়েছিলেন সারদা কেলেঙ্কারিতে । টেট কেলেঙ্কারিতে বলি হলেন হবু শিক্ষিকারা । সব ক্ষেত্রেই আড়াল করেছে অপরাধীদের প্রশাসন ।

মহিলার মুখ থাকলেই তা পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ জানায় না । পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই আসলে ক্ষমতাবানের বিরুদ্ধে ক্ষমতাহীনের লড়াই । এই ৮ই মার্চ সেই ডাকই দিচ্ছে আগামী নির্বাচনে ।


শেয়ার করুন

উত্তর দিন