March 23, 2020 কোন মন্তব্য নেই ২৩ মার্চ শহিদ দিবসে বিভাজন রুখতে শপথ নিন www.cpimwb.org.in ১৯৩১ সালের ২৩ মার্চ ব্রিটিশ সরকার ফাঁসি দেয় ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে। বামপন্থীরা বলেছেন, আধুনিক এবং সকলের সমান অধিকার রয়েছে এমন দেশের স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছিলেন ভগৎ সিং এবং তাঁর সঙ্গীরা। Picture: Google Images Picture: Google images ২৩ মার্চ, ২০২০ - শ্রদ্ধা জানালেন বিমান বসুছবিঃ সোশ্যাল মিডিয়া ২৩ মার্চ, ২০২০ শ্রদ্ধা জানালেন সূর্যকান্ত মিশ্রছবিঃ সোশ্যাল মিডিয়া ২৩ মার্চ, ২০২০ শ্রদ্ধা জানালেন মহম্মদ সেলিমছবিঃ সোশ্যাল মিডিয়া শেয়ার করুন