Site icon CPI(M)

Samyukta Kisan Morcha Press Statement

সংযুক্ত কিষান মোর্চার প্রেস বিবৃতি

১৯শে নভেম্বর, ২০২১

২০২০ সালের জুন মাসে অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারী করে তিনটি কৃষকস্বার্থ-বিরোধী, কর্পোরেট-সমর্থিত কালা কৃষি আইনকে ভারত সরকারের সিদ্ধান্ত হিসাবে ঘোষণা করা হয়। আজ গুরু নানক জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তিন কালা কৃষি আইন বাতিলের ঘোষণা করতে বেছে নিয়েছেন।

সম্মিলিত কিষাণ মোর্চা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। এখন যথাযথ সংসদীয় পদ্ধতির মাধ্যমে আইন বাতিলের ঘোষণা কার্যকর হওয়া অবধি সম্মিলিত কিষাণ মোর্চা অপেক্ষা করবে। সংসদে এই আইনসমুহ বাতিলের ঘোষণা হলে এটি হবে ভারতে দীর্ঘ এক বছর ধরে চলা কৃষকদের সংগ্রামের এক ঐতিহাসিক বিজয়। এই সংগ্রামে শহীদ হয়েছেন প্রায় ৭০০ জন কৃষক। লখিমপুর খেরির ঘটনাসহ সেই প্রত্যেকে যারা এই লড়াইতে শহীদ হলেন তাদের সবার মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারের হঠকারিতাই দায়ী, তা নাহলে এইসব মৃত্যু এড়ানো যেত।

সংযুক্ত কিষান মোর্চা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে চায় যে কৃষকদের আন্দোলন শুধুমাত্র তিনটি কালো আইন বাতিলের জন্য নয়, বরং সমস্ত কৃষি পণ্যে উপযুক্ত সহায়ক মূল্যের একটি বিধিবদ্ধ আইনের দাবীতে সংগঠিত হয়েছে, এই লরাই দেশের প্রত্যেক কৃষকের। কৃষকদের এই গুরুত্বপূর্ণ দাবি এখনো আদায় হওয়া বাকি রয়েছে। বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহারও আমাদের অন্যতম দাবী। আগামী দিনে সেই লক্ষ্যে প্রতিটি পরিস্থিতির প্রতি নজর রাখবে সংযুক্ত কিষান মোর্চা। সংযুক্ত কিষান মোর্চা দ্রুত নিজেদের সহযোগী সংগঠনগুলিকে সাথে নিয়ে সাধারন সভায় মিলিত হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে ঘোষণা জানাবে।

সংযুক্ত কিষান মোর্চার পক্ষে

বলবীর সিংহ রাজেওয়াল, ডঃ দর্শন পাল, গুরনাম সিংহ চারুনি, হান্নান মোল্লা, জগজিৎ সিংহ দাল্লেওয়াল, যোগিন্দার সিংহ উগ্রহন, শিবকুমার শর্মা ‘কাক্কাজি’, যুধবীর সিংহ

শেয়ার করুন