Site icon CPI(M)

Press Statement of Left Front Committee

Left Front

বামফ্রন্ট সভাপতি বিমান বসুর প্রেস বিবৃতি

১৫ আগস্ট, ২০২৪

কলকাতা

গতকাল ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যে মহিলাদের পক্ষ থেকে ন্যায় বিচারের দাবীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘রাত দখলের কর্মসূচী ও আলোর সন্ধানে পথপরিক্রমা’ প্রায় তিন শতাধিক মিছিল আয়োজন এবং তা সফল করার জন্য বামফ্রন্ট অভিনন্দন জানাচ্ছে।

আজ বামফ্রন্টের সভায় গতকাল রাতে মহিলাদের পক্ষ থেকে অভিনব সফল প্রতিবাদী কর্মসূচী চলাকালীন হঠাৎ মধ্যরাতে দুবৃত্তদের আক্রমণে আর.জি.কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের বিক্ষোভরত ডাক্তার ও ডাক্তারী ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ এলাকাসহ হাসপাতালের সম্পত্তি ধ্বংস করার ঘটনাকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করা হয়েছে। বামফ্রন্ট ঐসব দুবৃত্তদের ভিডিও ক্যামেরায় সনাক্ত করে অবিলম্বে যথোচিত শাস্তির দাবি করছে।

মহিলাদের রাতজাগা কর্মসূচীর সময়ে ঐ ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে বামফ্রন্ট আগামীকাল ১৬ আগস্ট শুক্রবার রাজ্যব্যাপী ধিক্কার দিবস পালন করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছে। এই ধিক্কার দিবসে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং গণ- সংগঠনকে সামিল হওয়ার জন্য বামফ্রন্ট আবেদন জানাচ্ছে।

বামফ্রন্ট অবিলম্বে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবী করছে। বামফ্রন্ট আরও দাবি করছে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষকে অবিলম্বে গ্রেপ্তার করে সি.বি.আই-র তদন্তের আওতাভুক্ত করতে হবে। সিবিআই-কে দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

আগামী ১৭ আগস্ট শনিবার রাজ্যের সর্বত্র অসংখ্য বিক্ষোভ মিছিল সংগঠিত হবে। কলকাতায় একটি কেন্দ্রীয় মিছিল রাসবিহারী মোড়ে জমায়েত হয়ে বিকাল ৫টায় ‘একাডেমী অফ ফাইন আর্টস’ পর্যন্ত যাবে। এই কর্মসূচীতে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় সমস্ত মানুষজনকে সামিল হতে আবেদন করা হচ্ছে।

শেয়ার করুন