Site icon CPI(M)

Press Statement by Left Front Chairman Biman Basu

Biman Basu Statement

বামফ্রন্ট সভাপতি বিমান বসুর প্রেস বিবৃতি

১৩মার্চ,২০২৫

পশ্চিমবঙ্গের শাসক দল ও প্রধান বিরোধী দল সাম্প্রদায়িক অশান্তি তৈরির লক্ষ্য নিয়ে উস্কানি ছড়াচ্ছে। এমনকি বিধানসভার ভেতরে যে-ভাষায় বিজেপি নেতারা কথা বলেছেন এবং তৃণমূলের নেতারা তার পালটা আক্রমণ করেছেন, তা কোনো সভ্য, গণতান্ত্রিক সমাজের উপযোগী নয়। নিজেদের রাজনৈতিক মেরুকরণ জোরালো করতে নিজেদের মধ্যে বোঝাপড়া করেই সাম্প্রদায়িক মেরুকরণের পথ বেছে নিয়েছে এই দুই দল। এর ফলে জনগণের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের সর্বনাশ ঘটবে। রাজ্য বামফ্রন্ট এই আচরণের তীব্র ধিক্কার জানাচ্ছে।

বিজেপি-শাসিত উত্তরাখন্ড, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, বিহার বিশেষ করে উত্তর প্রদেশে হোলি ও রমজানকে কেন্দ্র করে সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে, তা সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করছে। উগ্র হিন্দুত্ববাদী শক্তিকে মদত যোগাতে উত্তর প্রদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সক্রিয় হয়েছেন। রাজ্য বামফ্রন্ট এই অপপ্রয়াসের নিন্দা করছে।

শুক্রবার দোল উৎসব। রমজানের পর্বও চলছে। এই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, রাজ্যের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনের জন্য রাজ্যের জনগণের কাছে বামফ্রন্ট আহ্বান জানাচ্ছে। কোনো প্ররোচনায় পা না দিয়ে বিভাজন তৈরির কৌশলকে ব্যর্থ করতে বামফ্রন্ট আবেদন জানাচ্ছে। বামফ্রন্ট কর্মীদের কাছে আহ্বান; সমস্ত এলাকায় সতর্ক থাকুন এবং সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মানুষকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করুন। প্রশাসনকে অশান্তি তৈরির যে কোনো অপচেষ্টাকে কঠোর ভাবে মোকাবিলা করতে হবে।

শেয়ার করুন