Site icon CPI(M)

Kerala Governor Unfit for Post: PB Statement

PB Statement

১৮ ডিসেম্বর, ২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতিঃ

কেরালার রাজ্যপাল নিজের দায়িত্ব পালনে অযোগ্য

কেরালার রাজ্যপাল পদে রয়েছেন আরিফ মহম্মদ খান। রাজ্যপাল হিসাবে দেশের সংবিধান মোতাবেক অধিকারের বাইরে এসে বারংবার তিনি এ রাজ্যের নির্বাচিত সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন, নিরন্তর অনভিপ্রেত আচরণ করে চলেছেন। সম্প্রতি নিজের বিবৃতিতে – ‘এ রাজ্যে সংবিধানের শাসন কাঠামো ধ্বংস হওয়ার এই শুরু’ বলে তিনি উল্লেখ করেছেন। এমন বিবৃতির লক্ষ্য যে কেরালার রাজ্য সরকার তা স্পষ্ট। কেরালার জনসাধারণ এহেন মন্তব্যের সাথে একেবারেই সহমত নন, তারা একে নস্যাৎ করবেন।  

কেরল ও কালিকট বিশ্ববিদ্যালয়ের সেনেটে রাজ্যপাল মনোনীত আসনগুলিতে তিনি বেছে বেছে আরএসএস’র মুখপাত্রদের বসিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার সুবাদে রাজ্যপাল নিজের সাংবিধানিক পদের যথেচ্ছ অপব্যবহার করে চলেছেন। তার এহেন আচরণের প্রতিবাদে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ পথেই বিক্ষোভ দেখিয়েছেন, এ তাদের সংবিধান স্বীকৃত অধিকার। অথচ এরই প্রতিক্রিয়ায় রাজ্যপাল অহেতুক কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন, প্রকাশ্যেই তার উদ্দেশ্যে অপমানজনক উক্তি করছেন।     

রাজ্যপালের ন্যায় সাংবিধানিক পদের জন্য আরিফ মহম্মদ খানের আচরণ রীতিমত বেমানান। তিনি নিজেই প্রমান করছেন এমন পদের দায়িত্ব সামলানোর মতো যোগ্যতা তার নেই।

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দফতরের পক্ষে

(মুরলিধরন)  

শেয়ার করুন