Site icon CPI(M)

Struggle To Repeal The Anti-Farmer Laws

দেশজুড়ে কৃষি আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ( বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি বি রামাসুভ্রামানিয়ান) যে চার সদস্যের কমিটি গড়ার নির্দেশ দিয়েছে, সেই কমিটির সদস্যারা প্রায় প্রত্যেকেই নয়া কৃষি আইনের সমর্থক।

বাম দিক থেকে কমিটির সদস্যরাঃ Bhupinder Singh Mann, Anil Ghanwat, Ashok Gulati and Pramod Kumar Joshi
তথ্যঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃষক স্বার্থ বিরোধী নয়া কৃষি আইন বাতিলের দাবীতে দেশজুড়ে কৃষক সংগঠনগুলির লড়াই – সংগ্রাম – আন্দোলনের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সম্পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।

ইতিমধ্যেই সংযুক্ত কিষাণ সংঘর্ষ মোর্চার পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে তার নয়া তিন কৃষি আইন বাতিল করা ছাড়া অন্য কোন সমাধান মেনে নেবেন না।

Spread the word