Site icon CPI(M)

Snippets Of Poll Day: A Note (Part-2)

Election Day 2

ওয়েবডেস্ক প্রতিবেদন

নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ছিল আজ ১লা এপ্রিল। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট অবধি ভোটদানের কাজ চলেছে।

দ্বিতীয় দফার ভোটে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণা এই ৪ জেলায় আজ ৩০ টি আসনে ভোট ছিল।

পশ্চিম মেদিনীপুরে ৯টি আসন – খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা এবং কেশপুর

পূর্ব মেদিনীপুরে ৯টি আসন – তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম এবং চণ্ডীপুর

বাঁকুড়ায় ৮টি আসন – তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখী  

দক্ষিণ ২৪ পরগণায় ৪টি আসন – গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ এবং সাগর

আজ তৃনমূল কংগ্রেস এবং বিজেপি উভয় শাসকদলই বারে বারে ভোটের কাজে বাধা দিয়েছে, পরিবেশ অশান্ত করে তুলেছে। এই দুটি দলই একই কায়দায় ভোটে অশান্তি ছড়াতে অভ্যস্ত। সিপিআই(এম)-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অবধি খবরে প্রকাশ প্রায় ৮০.৪৩ শতাংশ ভোট পড়েছে। অশান্তি, ভয় দেখানো এবং প্রতিশ্রুতি মতো নির্বাচন কমিশনের সক্রিয়তা সর্বক্ষেত্রে দেখা না গেলেও সংযুক্ত মোর্চার কর্মীরা সারাদিন যেভাবে মানুষের পাশে থেকে তাদের অধিকারের জন্য লড়াই করে গেছেন তার জন্য সংযুক্ত মোর্চার কর্মীদের পার্টির তরফে অভিনন্দন।

Spread the word