Site icon CPI(M)

Protests across the state…

৩০ এপ্রিল ২০২০


১৬টি বামপন্থী দলের পক্ষ থেকে ৯ দফা দাবীর ভিত্তিতে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচী পালন করা হলো ,প্রতিটি জেলার প্রায় প্রত্যেকটি এরিয়া কমিটিতে এই কর্মসূচি সামাজিক দূরত্ব বিধি মেনে পালন করা হয়েছে।


কেন্দ্রীয় ভাবে এই প্রতিবাদ কর্মসূচি জওহরলাল নেহেরু রোডে ,হো চি মিন এর মূর্তির পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়,কেন্দ্রীয় কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ ১৬ টি বামপন্থী দলের নেতৃত্ববৃন্দ।


দাবি গুলি হলো:

১) সরকারি অনুদানে দলবাজী বন্ধ করে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করতে হবে।

অবিলম্বে জেলা ও ব্লক স্তরে সর্বদলীয় সভা করতে হবে।

২) করোনা নিয়ে রাজ্য সরকারের তথ্য গোপনেরকূট-কৌশল বন্ধ রেখে সমস্ত তথ্য জনগণের কাছে প্রকাশ করতে হবে।


৩) করোনা ছাড়া অন্যান্যচিকিৎসা বন্ধকেন?
রাজ্য সরকার জবাব দাও।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে।


৪) কেন্দ্রীয় ভাণ্ডারেমজুত ৭.৫০ কোটি টন খাদ্য শস্যঅবিলম্বে সমস্ত রাজ্যে বন্টন করতে হবে।


৫ ) পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পাঠাতে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে।
পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফেরার পর ,সেইসব রাজ্য সরকারকে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা এখনি করতে হবে।


৬) রাজ্য সরকারকে বিজ্ঞাপনের খরচ কমিয়ে না-খেতে পাওয়া মানুষের খাদ্য জোগাতে হবে।


৭) প্রচেষ্টা প্রকল্প ঘোষণা মতো বিডিও অফিসে ফর্ম জমা বাতিল হয়েছে। সরকার কে নতুন আদেশ নামা জারি করতে হবে এবং অনলাইনে ফর্ম জমা নেওয়া চালু করতে হবে।


৮) করোনা আক্রমনের এই দু:সময়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যেকার কুৎসিত তরজা বন্ধ করতে হবে।


৯)আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবো।

Spread the word