Site icon CPI(M)

Chakka Jam – A Note Of Declaration

BIMANBOSE-1

বামপন্থী ও সহযোগী দলসমূহের পক্ষ থেকে বিমান বসুর বিবৃতি

৪ ফেব্রুয়ারি, ২০২১
মুজফ্‌ফর আহমদ্‌ ভবন,
কলকাতা

দিল্লির বুকে প্রায় আড়াই মাস ধরে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি ও সংযুক্ত কিষাণ মোর্চার আহবানে সরকারী দমনপীড়নের কর্মসূচীকে ব্যর্থ করে ঐতিহাসিক কৃষক আন্দোলন চলছে। কৃষক আন্দোলনের দাবি, দেশের কৃষকবিরোধী ৩টি আইন প্রত্যাহার করতে হবে এবং বিদ্যুৎ বিল বাতিল করতে হবে।

ইতিমধ্যে এই আন্দোলনের সমর্থনে দেশের সর্বত্র সংহতিমূলক কর্মসূচী পালিত হচ্ছে। বিদেশে ভারতীয় বংশোদ্ভূতসহ প্রতিষ্ঠিত ব্যক্তিদের পক্ষ থেকে আন্দোলনে সমর্থনজ্ঞাপন করা হয়েছে। বর্তমানে রাস্তায় সামরিক ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং রাস্তায় পেরেক পোঁতা হয়েছে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পানীয় জল ও খাদ্য সরবরাহে বাধা সৃষ্টি করে দেশের কৃষক সমাজের প্রতি এক অমানবিক অভিযানে যুক্ত হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বামপন্থী ও সহযোগী দলসমূহের পক্ষ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ‘চাক্কা জ্যাম’ কর্মসূচীকে এরাজ্যের সর্বত্র পালন করার আবেদন করা হচ্ছে।

আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি সারা দেশে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই কর্মসূচী পালন করার ডাক দিলেও এরাজ্যে সব জেলায় দুপুরে অথবা বিকালের মধ্যে কোনো এক সময়ে এক ঘন্টার জন্য চাক্কা জ্যাম কর্মসূচীকে সফল করতে উদ্যোগী ভূমিকা নেওয়ার আবেদন করছি।

Spread the word