কৃষকদের আন্দোলনকে অভিনন্দন জানালো পলিট ব্যুরো
শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
কৃষকদের ঐতিহাসিক আন্দোলনকে অভিনন্দন
সংযুক্ত কিষান মোর্চা, কৃষক এবং ক্ষেতমজুরদের বিবিধ সংগঠনগুলির প্রতি অভিনন্দন জানালো সিপিআই(এম)-এর পলিট ব্যুরো। তিন কালা কৃষি আইন বাতিল করতে এবং দেশের কৃষিক্ষেত্রে কর্পোরেট দখলদারি রুখে দিতে মোদী সরকারকে বাধ্য করেছে এই আন্দোলন যা এক ঐতিহাসিক জয়। কৃষকদের আন্দোলনের সাথে সংহতি আন্দোলনে রত শ্রমিক সংগঠন সমূহ এবং অন্যান্য গণতান্ত্রিক অংশের প্রতিও পলিট ব্যুরো অভিনন্দন জ্ঞাপন করেছে।
বর্তমান সরকারের আমলে জনগনের জীবন-জীবিকার উপরে নেমে আসা আক্রমনের প্রতিরোধে সংগ্রামী ঐক্য এবং উপযুক্ত নমনীয়তা কতটা কার্যকর হতে পারে তার উজ্জ্বল উদাহরণ হল কৃষকদের আন্দোলন। জাতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেকার ব্যাবধান পিছনে ফেলে রেখে গণতান্ত্রিক অধিকার সমুহের উপরে আক্রমনের প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনে যেকোনো বাধা পেরিয়ে যাওয়া যায় এই আন্দোলনের জয় সেকথাই উর্ধে তুলে ধরছে।
দিল্লীর উপকণ্ঠে অবরোধ প্রত্যাহৃত হবার শেষে পার্টির সমস্ত ইউনিট সহ সকল গণতান্ত্রিক শক্তিসমুহের সমীপে সারা দেশে এই জয় উদযাপনে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছে পলিট ব্যুরো। সারা দেশেই সমস্ত কৃষিজাত ফসলে ন্যুনতম সহায়ক মূল্যের দাবী সহ এবং কৃষকদের সংকট দূর করতে অন্যান্য ন্যায্য দাবী সমূহ আদায়ে সংযুক্ত কিষান মোর্চার কর্মসূচির প্রতি সংহতি জ্ঞাপন করছে পলিট ব্যুরো।
এই দীর্ঘ সংগ্রামে ৭০০ জনেরও বেশি মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি সিপিআই(এম) অভিবাদন জানায়। এই সকল শহীদদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বন্দোবস্ত করতে হবে, কেন্দ্রীয় সরকারের কাছে পলিট ব্যুরো এই দাবী জানাচ্ছে। অবিলম্বে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সমস্ত মামলা নথিভুক্ত হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে প্রকাশিত বিবৃতি