মানিক সরকারের উপরে হামলার নিন্দা করল পলিট ব্যুরো
তারিখঃ সোমবার, ১০ মে – ২০২১
প্রেস বিবৃতি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
রাজ্যের দক্ষিণ ভাগে শান্তিবাজার এলাকায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম)-র পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের উপরে বিজেপি’র গুন্ডারা যেভাবে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা করছে পলিট ব্যুরো। ত্রিপুরা রাজ্য প্রশাসন এবং পুলিশের অনুমতিক্রমে মানিক সরকার এবং বিরোধী দলের পক্ষে কয়েকজন আক্রান্ত পার্টি কর্মী, সমর্থক এবং নেতৃত্বের বাড়ি যেতে গেলে রাস্তার উপরেই তাদের উপরে হামলা করা হয়।
বিজেপি ত্রিপুরায় কোনও বিরোধী পক্ষকেই গণতান্ত্রিক কর্মসূচী পালন করতে দিতে চায় না, হামলা চালানোর ঘটনাতেই তাদের আসল চেহারা স্পষ্ট হয়ে গেছে। এমন আচরণ মেনে নেওয়া যায় না, এর প্রতিরোধ গড়ে তোলা হবে এবং এই হিংসার রাজনীতিকে পরাস্ত হতে হবে।