Site icon CPI(M)

Arrest Killers of Subhash Munda

PB Statement

২৭জুলাই,২০২৩, বৃহস্পতিবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিট ব্যুরোর বিবৃতি:

পার্টির ঝাড়খণ্ড রাজ্য কমিটির সদস্য সুভাষ মুন্ডাকে ঠান্ডা মাথায় হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো। ২৬ জুলাই রাঁচির দালাদলি চকের অফিসে তাকে গুলি করে হত্যা করা হয়।

৩৪ বছর বয়সী সুভাষ মুন্ডা রাঁচি জেলার নাগরী এলাকার এক জনপ্রিয় নেতা ছিলেন। আদিবাসী এবং অন্যান্য দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর অধিকার রক্ষার জন্য সংগ্রামের অগ্রভাগেই সক্রিয় ছিলেন তিনি। স্বার্থান্বেষী ও জমি মাফিয়া- যারা আদিবাসীদের জমি দখল করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে তার সক্রিয়তা রীতিমত দৃঢ় ছিল।

সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার কারণেই সিপিআই(এম)-র পক্ষে থেকে দুবার হাতিয়া বিধানসভা কেন্দ্র থেকে এবং সাম্প্রতিক মান্দার বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী করা হয়।

এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য সিট গঠন করে খুনিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের আইনের ঘেরাটোপে টেনে আনার দাবী জানাচ্ছে পলিট ব্যুরো।

শেয়ার করুন