বিকল্পের লক্ষ্যে : শান্তনু দে… Paramita Ghosh Chowdhuey 4 years ago জনাদেশ।’ যাঁরা বলবেন এমন এক নতুন সংবিধান, ‘যা হবে গণতান্ত্রিক, বহু জাতিগোষ্ঠীর, যা হবে মহিলাদের জন্য, জনগণের জন্য এবং যা হবে না অভিজাতদের জন্য।’ এই অক্টোবরে, গণভোটে প্রায় ৭৮.২৭ শতাংশ মানুষ রায় দিয়েছেন নতুন সংবিধানের পক্ষে। প্যালেস্তিনীয় বংশোদ্ভূত দানিয়েল জাদু। সান্তিয়াগোর শহরতলি রিকোলেতার মেয়র। জেনারেল পিনোচেতে বলিভিয়ার পর এবারে চিলি। লাতিন আমেরিকা লড়ছে। গণবিদ্রোহ থেকে ব্যালটে। অভিমুখ ফের বামপন্থায়। বিদ্রোহের দাবিগুলি কিন্তু একটিও নতুন নয়। স্বৈরতন্ত্রের পতনের সময় কমিউনিস্টরা চেয়েছিলেন শ্রমের অধিকারের পুনর্প্রতিষ্ঠা। শেয়ার করুন