March 17, 2020
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভায় জয়ী হলেন বাম ও কংগ্রেস মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হওয়ায় ২৬ মার্চ আর ভোট হচ্ছে না।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য জেতার ফলে গরীব খেটে খাওয়া মেহনতি মানুষের কন্ঠ আরো শক্তিশালী হলো রাজ্যসভায় । তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যার নিরিখে তারা ৪ জনকে রাজ্যসভায় নির্বাচিত করতে পারত। সেই মত মৌসম নূর,অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী ও সুবত্র বক্সী মনোনয়ন পেশ করে। কিন্তু শেষ মুহূর্তে বিজেপি ও তৃণমূল গোপন বোঝাপড়ায় দীনেশ বাজাজ মনোনয়ন জমা করেন যা মঙ্গলবার দিন ত্রুটির জন্য খারিজ হয়ে যায়।