Site icon CPI(M)

দেশ জুড়ে আন্দোলনে নামল সি পি আই (এম)…

১৯ আগস্ট ২০২০ ,বুধবার
ওয়েবডেস্কের প্রতিবেদন




দেশ জুড়ে আন্দোলনে নামল সিপিআই(এম)। ২০-২৬ আগস্ট ২০২০ সারা সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে নামছে সিপিআই(এম)। জনগণের জীবন জীবিকার জরুরি দাবিতে দেশব্যাপী এই প্রতিবাদ সপ্তাহ পালন করা হবে। মহামারীর আড়ালে যেভাবে জনগণের রুটি রুজির উপরে আঘাত নামিয়ে আনা হচ্ছে, দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ এর যেভাবে দেশের কর্পোরেট দের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে , প্রতিবাদ তার বিরুদ্ধে।

দাবি সমূহ:


*সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলির বেসরকারীকরণ বন্ধ করতে হবে। বিশেষ করে ভারতীয় রেল এবং বিদ্যুৎ, পেট্রোলিয়াম, কয়লা,ব্যাংক/বীমা, প্রতিরক্ষা ক্ষেত্রের বেদরকারিকরণের বিরুদ্ধে
সারা দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ । ২০-২৬ আগস্ট ২০২০।


*জম্মু ও কাশ্মীরে ২০১৯ সালের আগস্ট থেকে যারা আটক রয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। সম্পূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার করা এবং মানুষের অবাধ চলাচলের অনুমতি দিতে হবে।

*পরিবেশের প্রভাব মূল্যায়ন- ২০২০ প্রত্যাহার করুন।

*দলিতদের বিরুদ্ধে ক্রমবর্ধমান জাতিগত হিংসা,নারীদের উপর ঘরোয়া ও যৌন অত্যাচার এবং আদিবাসীদের শোষণকারী অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে।

*প্রধানমন্ত্রী নাম সম্বলিত প্রাইভেট ট্রাস্ট ফান্ড সংগৃহীত সমস্ত তহবিল কে অতিমারী মোকাবিলায় এগিয়ে থাকা রাজ্যগুলিকে সেই ফান্ড স্থানান্তর করতে হবে।

*অতিমারী মোকাবিলার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনটি যেহেতু প্রবর্তিত হয়েছে, জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিলের বিধি মেনে অতিমারীর আত্মহত্যা করা ক্ষতিগ্রস্তদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তার ঘোষণা করতে হবে।

*এসসি / এসটি / ওবিসি এবং প্রতিবন্ধীদের সংরক্ষণগুলি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে।

*অবিলম্বে সমস্ত অভাবীদের ছয় মাসের জন্য পৃথকভাবে বিনামূল্যে ১০ কেজি খাদ্য শস্য বিতরণ করতে হবে।

শেয়ার করুন