Site icon CPI(M)

Stop Infringement of Rights of MPs

PB Statement

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

অবিলম্বে সাংসদদের অধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে

২নভেম্বর,২০২৪

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সংসদীয় ফোরামে যোগদানের জন্য রাজ্যসভার সাংসদ ডক্টর ভি শিভাদাসনকে রাজনৈতিক ছাড়পত্র দিতে অস্বীকার করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে৷ এটি স্পষ্টভাবে ক্ষমতাসীন দলের মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনও কণ্ঠকে দমিয়ে দেওয়ার চেষ্টা।

সিপিআই(এম) ভেনিজুয়েলার জাতীয় পরিষদের পক্ষ থেকে আয়োজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সংসদীয় ফোরামে একটি আমন্ত্রণ পেয়েছিল পার্টির সাংসদদের অংশগ্রহণের জন্য। পার্টি ডক্টর ভি শিবাদাসনকে পার্টির প্রতিনিধিত্ব করতে এবং এই ফোরামে অংশগ্রহণের জন্য মনোনীত করেছে, যেখানে অনেক দেশের সাংসদরা উপস্থিত হতে চলেছেন৷

এটা অত্যন্ত দুঃখজনক যে এফসিআরএ ছাড়পত্র পাওয়া সত্ত্বেও, বিদেশ মন্ত্রক শিবদাসনকে রাজনৈতিক ছাড়পত্র দিতে প্রত্যাখ্যান করেছে, এইভাবে সাংসদ হিসাবে তার অধিকার লঙ্ঘন করেছে। সরকার রাজনৈতিক বৈষম্যের নীতি অনুসরণ করছে, যেখানে বিভিন্ন মতাবলম্বীদের তাদের মতামত প্রকাশ করতে বাধা দেওয়া হচ্ছে। পার্টি মনে করে এটি সমস্ত বিরোধী দল এবং তাদের সাংসদদের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।

শেয়ার করুন