Site icon CPI(M)

১৬টি বামপন্থী ও সহযোগী দলের পক্ষ থেকে বিমান বসুর বিবৃতি….

Left Parties Joint Statement

১৩ জুন, ২০২২, সোমবার

আজ কলকাতায় ১৬টি বামপন্থী ও সহযোগী দলের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মূলত কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে দেশের শ্রমজীবী জনগণের ঐক্য ভাঙতে নানা আঘাত হানছে তা নিয়ে আলোচনা হয়েছে। এই অপকৌশলের অংশ হিসাবে কিছুদিন আগে বিজেপি’র দুই মুখপাত্র প্রকাশ্যে ‘হজরত মহম্মদ’এর সম্পর্কে উসকানিমূলক অবাঞ্ছিত মন্তব্য করেছেন। দুর্ভাগ্যের হলেও সত্য, পশ্চিমবঙ্গেও এরাজ্যের শাসকদলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় বিভিন্ন জেলার কিছু কিছু এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা ঘটে চলেছে। এসবই হচ্ছে জনগণের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে।

বামপন্থী ও সহযোগী দলসমূহ এই অপকৌশল সম্পর্কে সচেতন থেকেই শ্রমজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগী ভূমিকা পালনের কথা ঘোষণা করেছে। এদিনের সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৫-২১ জুন, ২০২২ রাজ্যজুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে সাম্প্রদায়িকতা বিরোধী সপ্তাহ পালন করা হবে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে যে ২১ জুন বেলা ৩টে ৩০ মিনিটে কলকাতায় রামলীলা ময়দানে জমায়েত হয়ে মহাজাতি সদন পর্যন্ত কেন্দ্রীয় শান্তি মিছিল সংগঠিত করা হবে।

১৩ জুন, ২০২২

কলকাতা

সিপিআই(এম), সিপিআই, এআইএফবি, আরএসপি, সিপিআই(এমএল) লিবারেশন, এসইউসিআই(সি), আরসিপিআই, এমএফবি, ওয়ার্কার্স পার্টি, বলশেভিক পার্টি, সিআরএলআই, সিপিবি, পিডিএস, আরজেডি, এনসিপি, জেডি(ইউ)

শেয়ার করুন