Site icon CPI(M)

Satya Pal Malik Interview: Modi Government Must Answer

PB Statement

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি

ভারতের ভূতপূর্ব রাজ্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল শ্রী সত্য পাল মালিক মোদী সরকারের বিরুদ্ধে যে সকল গুরুতর অভিযোগ করেছেন সেই সমস্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে যথাযথ জবাবদিহি করতে হবে বলে দাবি জানাচ্ছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো।

পুলওয়ামাতে আতঙ্কবাদী হামলার ফলে ৪০ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনা আমাদের দেশের নিরাপত্তার প্রসঙ্গে অত্যন্ত জরুরী এক বিষয়। জাতীয় নিরাপত্তায় গাফিলতির প্রশ্নকে কোনওভাবেই আড়াল করা চলতে পারে না।  

সংবিধানের ৩৭০ ও ৩৫-ক ধারা বাতিল করে যে কায়দায় জম্মু ও কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে সেই প্রসঙ্গেও অভিযোগ উঠেছে, এসব অভিযোগও একইরকম গুরুত্বপূর্ণ।

এসমস্ত প্রশ্নেই মোদী সরকার নীরবতা বজায় রেখে চলছে। এহেন নীরবতায় আমাদের দেশের জাতীয় নিরাপত্তা, দেশের ঐক্য ও অখন্ডতা রক্ষার ক্ষেত্রে গভীর প্রভাব পড়ে। জাতীয় নিরাপত্তা ও সংবিধানের মর্যাদা রক্ষার স্বার্থেই সমস্ত অভিযোগের সঠিক জবাব দেওয়া উচিত। মোদী সরকার আর নীরব হয়ে থাকতে পারে না।

শেয়ার করুন