Site icon CPI(M)

Rush Relief: Devastating Floods in Assam

PB Statement

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

আসামে বিধ্বংসী বন্যার জন্য দ্রুত ত্রাণের‌ ব্যবস্থা করতে হবে

আসামের বিধ্বংসী বন্যা ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা দুটোই মানুষের জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে।৩৫টি জেলার মধ্যে ৩২টিতে ৬০ লাখের বেশি মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। শতাধিক মানুষের দুর্ভাগ্যজনকভাবে প্রাণ চলে গেছে।১.০৮ লক্ষ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে এবং ২০০০ কিলোমিটারের বেশি রাস্তা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার গবাদি পশু মারা গেছে।

বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চরমভাবে ব্যর্থ হয়েছে। দুটো সরকারই মহারাষ্ট্র রাজ্য সরকারকে অস্থিতিশীল করতে মহারাষ্ট্রের বিধায়কদের নিয়ে ঘোড়া কেনাবেচা নিয়ে বেশি ব্যস্ত।এর পরিনতি হল বন্যার্তদের উদ্ধার করার তৎপরতা, ত্রাণ বিতরণ ও খাদ্য বিতরণ, পানীয় জলের ব্যবস্থা, ওষুধ  দেওয়া ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিষ্ক্রিয় হয়ে পড়েছে।এটা ক্ষমার অযোগ্য।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো দুর্দশাগ্রস্ত মানুষের জন্য অবিলম্বে ত্রাণ ব্যবস্থা করার আহ্বান জানায়।ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থা ও যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যারা তাদের বাসস্থান এবং অধিকার হারিয়েছে তাদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকারকে প্রকৃত প্রচেষ্টা করতে হবে।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো আসামের ত্রাণ কাজের জন্য স্বেচ্ছায় অনুদানের আহ্বান জানাচ্ছে।

শেয়ার করুন