Site icon CPI(M)

পার্টিকর্মী খুনের প্রতিবাদে লাল ঝান্ডার প্রতিবাদ মিছিল খেজুরি’তে…

তৃণমূলের দলদাশ পুলিশ বাহিনী শত চেষ্টা করেও মানুষের প্রতিবাদের কন্ঠ রোধ করতে পারল না খেজুরিতে। আজ সকালে পূর্ব মেদিনীপুরের শহীদ কমরেড দেবকুমার ভুঁইয়ার
খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিল সিপিআই(এম)। বেশ কয়েক হাজার পার্টি কর্মী সমর্থক এই বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে প্রতিবাদ জানান। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা আব্দুল মান্নান সহ কংগ্রেস নেতা কর্মীরাও।
সুজন চক্রবর্তী বলেন , তৃণমূলের আশ্রিত খুনিদের নিরাপত্তা দিচ্ছে পুলিশ । এভাবে পুলিশ দিয়ে বেশিদিন তৃণমূল কে বাঁচানো যাবে না। মানুষ নবান্নের ১৪ তলা থেকে টেনে নামাবে।

গত ৪জুলাই তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণে খেজুরির বারাতলায় সিপিআই(এম) সদস্য কমরেড দেবকুমার ভূঁইয়া খুন হয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পার্টির কর্মী সমর্থকরা সহ সাধারণ মানুষ সরব হয়েছেন ,সকাল থেকেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ লাল পতাকা নিয়ে বিভিন্ন ভাবে জমায়েত করে আসতে শুরু করেন হেরিয়া মোড়ে। পুলিশ বিভিন্ন ভাবে তাদের আটকাতে চেষ্টা করলেও তাদের ঠেকানো যায়নি।
মিছিলে নেতৃত্ব দেন সুজন চক্রবর্তী, বিধায়ক তন্ময় ভট্টাচার্য, ইব্রাহিম আলি, তাপসী মন্ডল, সিপিআই বিধায়ক অশোক দিন্দা, সিপিআই(এম)নেতা নির্মল জানা, হিমাংশু দাশ, আরএসপি নেতা অমৃত মাইতি। কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী সহ নেতৃবৃন্দ।
বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, পুলিশ মানুষ কে নিরাপত্তা দিচ্ছে না, খুনিদের নিরাপত্তা দিচ্ছে। কমরেড দেবকুমার ভূঁইয়া কে যারা নিরাপত্তা দিতে পারেনি তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের পাশে পুলিশ নেই, তাই পুলিশকে নিজস্ব কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকতো চাইছে তৃণমূল।

শেয়ার করুন