কোভিড -19 টেস্টে বাংলা ইতিমধ্যেই অন্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। WHO এর নিয়ম মেনে বেশি বেশি করে টেস্ট করাতে হবে। দ্রুত টেস্টের রিপোর্ট দিতে হবে। এটা অদ্ভুত বিষয় যে প্রশাসন কিছুতেই প্রয়োজনীয় সংখ্যক টেস্ট করাতে রাজি নয়। এরই মধ্যে শুরু হয়েছে সরকারি তথ্য গোপন করার খেলা। ফলে মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও আশঙ্কা তৈরি হচ্ছে।
এখন প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো এবং WHO ও ICMR গাইডলাইন মেনে বেশি সংখ্যক টেস্ট। একমাত্র তাহলেই যথাযথভাবে রোগ নির্ণয় হবে। উপযুক্ত পরিকাঠামো এবং আরও বেশি টেস্ট করানোর দাবিতে DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি অনলাইন পিটিশন সংগ্রহ করছে। নিজের পরিবার, নিজের সমাজ ও দেশকে বাঁচাতে আপনিও আসুন, এই অনলাইন পিটিশনে সমর্থন জানিয়ে মানুষের পাশে দাঁড়ান।
অনলাইন পিটিশনে নিজেদের যুক্ত করতে নিচের লিংক ব্যবহার করুন।