Site icon CPI(M)

লাদাখের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে আমাদের অবস্থান

প্রধানমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় বৈঠকের শুরুতে আমরা মৃত জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয় এবং ঐকমত্যের ভিত্তিতে আমাদের সার্বভৌমত্ব ও সীমান্ত নিয়ে অবস্থান সুস্পষ্ট করা হয়।দেশ ও সমস্ত ভারতবাসী এই বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে।

ভারত সরকারের উচিৎ এই সময়ে সমস্ত ধরণের ভুয়ো খবর ও বিভাজনকারী মিথ্যা খবরের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং এইধরণের গুজব ছড়ানোর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া।


আমরা এখনও এপ্রিল থেকে জুনের মধ্যে কী ঘটেছিল সে সম্পর্কে অবহিত নই। সীমান্তে কী ঘটনা ঘটছিল যার ভিত্তিতে এই সংঘর্ষের সূত্রপাত হয় ও ৪৫ বছর পরে এমন প্রাণহানি হল আমরা জানি না।


কার্গিলের পরে, বাজপেয়ী সরকার কে সুব্রহ্মণ্যম কমিটি গঠন করে ত্রুটিগুলো পরীক্ষা করার জন্য এবং সেই কমিটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছিল।বর্তমানে সরকারকেও একইভাবে ভাবতে হবে।

ভারত বিশ্বকে ‘পঞ্চশীল’ নীতি দিয়েছিল , এবং একটা স্বতন্ত্র বিদেশ নীতি নিয়ে ভারত চলেছে ।আজকেও সেই ভাবনা থেকে ভারতের চলা উচিত।

শেয়ার করুন