রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বঘোষিত পরিকল্পনার পরিসর বৃদ্ধি করা হয়েছে, গরিব-প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছে দেবার কোনও উল্লেখ নেই, সমস্ত ঘোষনাটাই যোগানমুখী, এতে বাজারে চাহিদার কোনও বৃদ্ধি হবে না… চাহিদার বৃদ্ধি না হলে যোগান বাড়লেও বাজারের মন্দা কাটবে না