তারিখঃ, ২০ মার্চ, ২০২২
তেলেঙ্গানায় জনসাধারণের সশস্ত্র সংগ্রামের কিংবদন্তি সেনানী এবং পার্টির বর্ষীয়ান নেত্রী কমরেড মাল্লু স্বরাজ্যমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো। তার ৯১ বছর বয়স হয়েছিল।
নিজামের সামন্তবাদী শোষণের বিরুদ্ধে আন্দোলনে কম বয়সেই যুক্ত হয়েছিলেন মাল্লু স্বরাজ্যম। ১৯৪৬ থেকে ১৯৫১ সাল অবধি তেলেঙ্গানায় সশস্ত্র সংগ্রামে সক্রিয় ছিলেন। অস্ত্র চালনায় দক্ষতা অর্জন করে অন্য মহিলাদেরও সংগ্রামে অংশগ্রহন করতে অনুপ্রাণিত করেছিলেন।
সাত দশকেরও বেশি সময় সক্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তিনি বহু সামাজিক বাধা পেরিয়েছেন।
তিনি দুইবার অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০২ সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন, পরে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে সক্রিয় ছিলেন।
কমরেড মাল্লু স্বরাজ্যমের বিপ্লবী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে পলিট ব্যুরো।