তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার পরিচালনার শুরু থেকে এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে। বিশেষ করে ২০১৫-এ রাজ্যের পৌরসভাগুলোর নির্বাচন ও ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনের পর্বে শাসক দলের পক্ষ থেকে বিরোধীদের ওপরে ও সাধারণ ভোটারদের ওপরে ভয়াবহ সন্ত্রাস নামিয়ে আনা হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আজ রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের সাথে সাক্ষৎ করে আসন্ন পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয় ও স্মারকলিপি প্রদান করা হয়।