Site icon CPI(M)

পলিট ব্যুরো বিবৃতি

PB Statement

সোমবার,১৭অক্টোবর,২০২২

কেরালার রাজ্যপালের সংবিধান বিরোধী মন্তব্য

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
কেরালার গভর্নর শ্রী আরিফ মোহাম্মদ খান এমনভাবে কাজ করছেন যা, তিনি যে সাংবিধানিক পদে আছেন তার সঙ্গে কোনভাবেই মানানসই নয়।

এরমধ্যে সর্বশেষটি হল কেরালার রাজ্যপালের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি ট্যুইট যেখানে কেরালা রাজভবনের জনসংযোগ আধিকারিক রাজ্যপালকে উদ্ধৃত করে বলেছেন যে যদি রাজ্যের মন্ত্রীদের বক্তব্য রাজ্যপালের অফিসের মর্যাদা হ্রাস করে সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। এমনকি মন্ত্রীসভা থেকে বরখাস্তও করা হতে পারে (“Withdrawal of Pleasure”)।

এই ধরনের স্বৈরাচারী ক্ষমতা সংবিধান দ্বারা রাজ্যপালের উপর ন্যস্ত করা হয় না। এই ধরনের বিবৃতি দিয়ে শ্রী খান তার রাজনৈতিক পক্ষপাত ও এলডিএফ সরকারের প্রতি তার শত্রুতা প্রকাশ করেছেন।

কেরালার রাজ্যপালকে এ ধরনের সংবিধানবিরোধী ও গণতন্ত্রবিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত।

শেয়ার করুন