আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ওপরে হিংসা বন্ধ করতে হবে, নারীর সমানাধিকার রক্ষা করতে হবে, দেশের সংবিধান বাঁচাতে CAA, NPR, NRC বাতিল করতে হবে এই দাবিতে মৌলালী থেকে পার্ক সার্কাস মহামিছিল হয় । মিছিল শেষে বক্তব্য রাখেন মহিলা নেত্রী কনীনিকা ঘোষ।নারী আন্দোলনের নেতৃত্ব সহ অনেক শ্রমজীবি মহিলা, চাকরিরতা মহিলা সহ সমাজের নানান স্তরের মহিলারা এই মিছিলে যোগদান করেন ।
International Women’s Day : Huge Rally in Kolkata
