Site icon CPI(M)

১৬১ তম হুল দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে,বিশেষ মর্যাদার সাথে পালিত হল দিনটি

৩০ জুন, ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন:


১৬১ তম হুল দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে,বিশেষ মর্যাদার সাথে পালিত হল দিনটি। ১৮৫৫ সালের আজকের দিনে অর্থাৎ ৩০শে জুন সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুই নেতা সিধু ও কানহুর নেতৃত্বে এই উপমহাদেশের প্রাচীন ও প্রান্তিক জনজাতির মানুষরা গর্জে উঠেছিল ব্রিটিশ প্রবর্তিত শোষণমূলক ভূমি-রাজস্ব ব্যবস্থা, মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ-নিপীড়ন এবং ব্রিটিশ পুলিশ-দারোগাদের অত্যাচারের বিরুদ্ধে।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির লোহাগঞ্জে শ্রদ্ধার সাথে পালিত হয় হুল দিবস।



মিনতি হেমরম ও সুনিরাম হেমরম এর নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে মহিপুর এলাকায় শ্রদ্ধার সাথে পালিত হল হুল দিবস।
বাঁকুড়া জেলার নানা প্রান্তে ঐতিহাসিক হুল দিবস পালন করা হয়।এদিন বাঁকুড়ার ১নং ব্লকের কালপাথর অঞ্চলের রাঙ্গমেট্যা আদিবাসী গ্রামে দুপুরের পর থেকেই হুল দিবস কে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালের দিকে ভাগনাডিহির মাঠ হিসাবে চিহ্নিত করে গ্রামের মহিলা ,পুরুষরা তীর, ধনুক কাটারি, বল্লব সহ চিরায়ত অস্ত্র নিয়ে যুদ্ধের মহড়া দেন।

বীরভূম জেলার সারা ভারত কৃষকসভা, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ ,পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ বীরভূমি জেলা কমিটির যৌথ উদ্যোগে সিউড়ির সিধু – কানহু সাংস্কৃতিক শিক্ষা চর্চা, কেন্দ্রের শহীদবেদিতে হুল বিদ্রোহের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


উত্তর ২৪পরগণা জেলার সন্দেশখালি রাধারানী হাইস্কুল মুক্তমঞ্চে ও খুলনা মালিপাড়ায় হুল দিবস পালিত হয়।


পশ্চিম মেদিনীপুর জেলার বাইশটি ব্লকের একাধিক মৌজায় পালিত হয় হুল দিবস। ডেবরা,নারায়নগড়, কেশিয়ারী,জঙ্গলমহলের গড়বেতার তিনটি ব্লকে পালিত হয় হুল দিবস।


পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের ছোলাগড়া গ্রামে খেরওয়াল ক্লাবের উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে হুল দিবস পালিত হয়।

শেয়ার করুন