হরিয়ানার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে
শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) – এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
গতকাল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন, সিপিআই(এম)-এর পলিট ব্যুরো তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি বলেছেন “প্রকাশ্য স্থানে নমাজ পড়ার অভ্যাস বরদাস্ত করা হবে না”। যে দেশে সব ধরনের ধর্মাবলম্বী মানুষেরই সমাবেশ সমূহ নিয়মিত প্রকাশ্যেই অনুষ্ঠিত হয় সেখানে এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী গুরগাঁওয়ে মুসলমান সম্প্রদায়ের জন্য খোলা জায়গায় জুম্মাবারের নমাজ পড়ার জন্য নিজস্ব প্রশাসনের দেওয়া অনুমতিও প্রত্যাহার করেছেন। ঐ এলাকায় মসজিদ না থাকায় স্বাভাবিকভাবেই প্রকাশ্যে নমাজ পড়ার চল রয়েছে।
গত কয়েক মাসে, প্রতি শুক্রবার, বজরং দল এবং ঐ ধরনের সংগঠনের লোকজন ঐসব এলাকায় মুসলমানদের নমাজ পড়তে বিরক্ত করেছে, কোথাও বাধা দিয়েছে। পুলিশ কিংকর্তব্যবিমুঢ়ভাবে দাঁড়িয়ে থেকে এহেন অন্যায় কর্মকাণ্ড চলতে দিয়েছে। দুর্বৃত্তদের শাস্তি দেওয়া এবং শান্তিপূর্ণভাবে প্রার্থনার কাজ নিশ্চিত করার পরিবর্তে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতীয় নাগরিকদের একটি অংশের মৌলিক সাংবিধানিক অধিকারকে অস্বীকার করছেন।
সিপিআই(এম)-এর পলিট ব্যুরো দাবি জানাচ্ছে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক এবং হরিয়ানা সরকারকে শুক্রবারের প্রার্থনার সময় শান্তি নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে মসজিদ নির্মাণ এবং ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।