Site icon CPI(M)

Sujan Chakraborty challenged the Trinamool leader’s FIR.

24 April,2020

করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে FIR প্রসঙ্গে মুখ খুললেন বাম নেতা সুজন চক্রবর্তী। নিজের অবস্থানে স্থির থেকে অভিযোগকারীকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। এদিন ফের তথ্য গোপনের অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। গত ১৭ এপ্রিল২০, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করোনায় মৃতদের নামের একটি তালিকা পোস্ট করেছিলেন সুজন চক্রবর্তী। ৭ জনের সেই তালিকায় নাম ছিল

সুজন চক্রবর্তী’র ফেসবুক পোস্টের ছবি

জগৎবল্লভপুরের এক মহিলার। জগৎবল্লভপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডুর অভিযোগ, ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন না। তিনি গোলা বাড়ি থানার কাছে একটি হাসপাতালে হৃদরোগের কারণেই মারা গেছেন । অর্থাৎ রঞ্জনবাবুর দাবি যে, ফেসবুকে ভুল তথ্য ছড়াচ্ছেন সুজন চক্রবর্তী। এই অভিযোগে স্থানীয় থানায়
জগতবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পরিষদীয় নেতার বিরুদ্ধে ১৮৮, ৫০০ এবং ৫০১ ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে।

FIR COPY

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পালটা অভিযোগকারীকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাম নেতা। সাফ জানালেন প্রয়োজনে আদালতে যেতে প্রস্তুত তিনি। সবসময়ই তার ও তাদের বিরুদ্ধে FIR করা হয়। এটা নতুন কিছু নয় কিন্তু যিনি অভিযোগ করেছেন তাকেও আদালতে হাজির থাকতে হবে। আদালতে তার সাথে দেখা হবে। ভুয়ো তথ্য পোস্ট প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, “অভিযোগকারীর দাবি মোতাবেক যদি একটি নাম ভুল হয়েও থাকে, বাকি ছ’টি নাম ঠিক। কিন্তু সরকারি মৃতের তালিকায় তাঁদের উল্লেখ রয়েছে কি?”

বাম পরিষদীয় নেতা আরো জানিয়ে দিলেন, ‘দেশের লোক জানে কী হচ্ছে, তথ্য গোপন করলে আমাদের রাজ্যের বিপদ হচ্ছে, রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে । আমরা এটা হতে দেব না’। সিপিএমের জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের দাবি, ‘সকলেই জানেন ওই মহিলার দেহ সৎকার করোনা রোগীর মতোই করা হয়েছিল। তার প্রমাণও রয়েছে। তাই কে কী বলল তাতে কিছু যায় আসে না। আমরা আইনি পথেই লড়াই করব।

এদিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। এতে রাজ্যের ক্ষতি হচ্ছে, ভবিষ্যতে ভয়ংকর সমস্যা তৈরি হবে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। বাঙুর হাসপাতালের ভিডিও প্রকাশ্যে আসার কারণেই কোভিড হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত, এমনটাই দাবি করেন বাম নেতা। পাশপাশি, দেশের স্বার্থে, রাজ্যর মানুষের জন্য এই পরিস্থিতিতে তথ্য গোপন না করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বানও জানান তিনি।

Spread the word