Site icon CPI(M)

Statement Of Surjya Kanta Mishra

Surjya MIshra States

২৮ জুন, ২০২১

SFI, DYFI, AIDWA’র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের বিবৃতি

মহামারীর সময়ে টিকা নিয়ে জালিয়াতির প্রতিবাদে সোমবার কলকাতা কর্পোরেশনের সামনে ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলির কর্মীদের এবং বিধাননগরে স্বাস্থ্যভবনের সামনে বামপন্থী কর্মীদের প্রতিবাদ আন্দোলনকে রাজ্যের তৃণমূল সরকার যেভাবে পুলিশ দিয়ে দমন করার চেষ্টা করেছে, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। জালিয়াতি রোধ ও প্রতারকদের শাস্তির ব্যবস্থা করার বদলে এরাজ্যের সরকার যেভাবে মানুষের প্রতিবাদের কন্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করছে, তা চরম নিন্দনীয়।

কসবায় ভুয়ো টিকাকেন্দ্রের ঘটনায় এটা প্রকাশ্যে এসে গেছে যে মহামারীর সময়ে মানুষের জীবনকে বিপদে রেখে টিকা নিয়ে জালিয়াতি হয়েছে। রাজ্যের সরকার ও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নিয়ে উলটে এই জালিয়াতির প্রতিবাদ ও বিনামূল্যে সকলের টিকাকরণের দাবিতে মানুষের প্রতিবাদকে দমন করতে চাইছে। নারদ ঘুষকান্ডে অভিযুক্ত দলের নেতাদের রক্ষা করতে ক’দিন আগেই মহামারীর বিধিনিষেধকে বিন্দুমাত্রও আমল না দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই যখন কলকাতায় নিজাম প্যালেসে দলবল সহ জমায়েত করে হাজির হয়েছিলেন তখন কিন্তু পুলিশ প্রশাসনকে নিশ্চুপ থাকতে দেখা গেছিল। আসলে জালিয়াতি কারবারকে আড়াল ও মদত দেওয়াই এই সরকারের মনোভাব, তৃণমূল সরকার বরাবরই জালিয়াতি দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই সরকার এর আগেও চিট ফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করে অজস্র কেলেঙ্কারি আড়াল করতে এবং অপরাধীদের সঙ্গে শাসকদলের যোগসাজস আড়াল করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। এখন প্রতিবাদ আন্দোলনকে মহামারী আইনের অছিলায় আটকাতে চাইছে, অথচ মহামারীর সময়ে জালিয়াতির কারবার বাড়ছে, সেদিকে সরকারের কোনও দৃষ্টি নেই।

আমাদের দাবি, ভুয়ো টিকাকরণ কেন্দ্র নিয়ে জালিয়াতির পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযুক্তদের যে যোগাযোগই থাকুক না কেন তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। টিকা নিয়ে কালোবাজারি বন্ধ করতে এবং সকলের জন্য বিনামূল্যে টিকাকরণের জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে।

ছাত্র, যুব, মহিলা সংগঠন এবং ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন আগামী মঙ্গল ও বুধবার রাজ্যের সর্বত্র থানার সামনে এই দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে। এই কর্মসূচীকে আমাদের পার্টি সমর্থন করছে এবং তাতে শামিল হতে পার্টিকর্মী ও সমর্থকদের আবেদন জানানো হচ্ছে।

Spread the word