Site icon CPI(M)

Remove Governor of Tamilnadu: PB Statement

PB Statement

৩০জুন,২০২৩, শুক্রবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিট ব্যুরোর বিবৃতি:

তামিলনাড়ু রাজ্য মন্ত্রিসভা থেকে সেন্থিল বালাজিকে বরখাস্ত করতে তামিলনাড়ুর রাজ্যপাল, আর এন রবি যে পদক্ষেপ নিয়েছেন তার তীব্র নিন্দা করছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো।

এই কাজ সম্পূর্ণতই অসাংবিধানিক কারণ মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া মন্ত্রীদের নিয়োগ বা অপসারণের কোনো অধিকার রাজ্যপালের নেই।

শ্রী রবি এমন একাধিক পদক্ষেপ নিচ্ছেন যা রাজ্যের রাজনীতিতে এবং রাজ্য সরকারের পরিচালনায় হস্তক্ষেপের সমান। একজন মন্ত্রীকে বরখাস্ত করার সর্বশেষ এই আপত্তিকর পদক্ষেপ, যদিও সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে, এটি স্পষ্ট করে তোলে যে তিনি রাজ্যপালের সাংবিধানিক পদে থাকার অনুপযুক্ত।

ভারতের রাষ্ট্রপতির তাকে অবিলম্বে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।

Spread the word