Site icon CPI(M)

Pegasus: Government has to Answer

PB Statement

পেগাসাসঃ সরকার জবাবদিহি করতে বাধ্য

তারিখঃ বুধবার – ২৭ শে অক্টোবর, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

ভারতে কোন সরকারী সংস্থা পেগাসাস স্পাইওয়্যার ব্যাবহার করেছে কিনা সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার কোন নির্দিষ্ট উত্তর দিতে অস্বীকার করেছে।

এড়িয়ে যাওয়ার এমন মনোভাবের কারনেই এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের জড়িত থাকার সন্দেহ আরও বাড়িয়ে চলেছে। এহেন জেদের বসেই সরকার সংসদের বাদল অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে দেয়নি। দেশের শীর্ষ আদালত নজরদারির মামলার রায় দিতে গিয়ে জানিয়েছে রাষ্ট্রের নিরাপত্তার বাহানায় সরকার নিজের অবস্থান স্পষ্ট করার দায় এড়িয়ে যেতে পারে না, শীর্ষ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকারকে সংশ্লিষ্ট ঘটনায় জবাব দিতে বাধ্য থাকতে হবে।

সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে বিশেষজ্ঞদের একটি কমিটি গড়ে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পর্ক রয়েছে এমন প্রত্যেকের সাথে কথা বলে তাদের বক্তব্য শুনবে তদন্তকারী কমিটি। পৃথিবীর অন্যান্য দেশেও এই একই স্পাইওইয়্যার ব্যবহার হয়েছে বলে এই ঘটনায় আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হবে বলে জানানো হয়েছে।

যত দ্রুত সম্ভব এই কমিটির উচিত নিজেদের কাজ শেষ করা।  

Spread the word