Site icon CPI(M)

Don’t Centralise Birth & Death Database

PB Statement

নাগরিকদের জন্ম এবং মৃত্যু সংক্রান্ত তথ্যের কেন্দ্রীকরণ অনুচিত

তারিখঃ বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

নাগরিকদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত নিবন্ধিত ডেটাবেসকে নিজেদের হাতে রাখতে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট আইনে যে সংশোধনের প্রস্তাব করেছে তা আসলে তথ্যের কেন্দ্রীকরণের পথে একটি অনভ্রিপ্রেত পদক্ষেপ।

বর্তমানে, জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্যের নিবন্ধন রাজ্য সরকারের আওতাভুক্ত।

নাগরিকদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধন আইন (১৯৬৯)-এর প্রস্তাবিত সংশোধনীর জোরে কেন্দ্রীয় সরকার জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR) আপডেট করার কাজে সুবিধাপ্রাপ্ত হবে। এই জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR)-এর ভিত্তিতেই নাগরিকদের জাতীয় নিবন্ধন (NRC) প্রস্তুত করতে হবে। নাগরিকত্ব সংশোধনী আইন সহ এনপিআর (NPR)-এনআরসি (NRC) দেশের জনসাধারণের জন্য কার্যত জনগণের মধ্যে এক বিভাজনমূলক প্রক্রিয়া যাতে দেশের মানুষের অনেকেরই নাগরিকত্ব অস্বীকার করা হবে।

বর্তমানে কেন্দ্রীয় সরকার যেভাবে রাষ্ট্রীয় নজরদারি চালানোর ব্যবস্থা কায়েম করেছে এধরণের তথ্য কেন্দ্রিকরনের দ্বারা সেই ব্যবস্থাকেই আরও শক্তিশালী করা হবে।

সিপিআই(এম) দাবি জানাচ্ছে যে নাগরিকদের জন্ম ও মৃত্যুর নিবন্ধনের তথ্য রাজ্য সরকারগুলির এখতিয়ারের অধীনেই অব্যাহত থাকুক।

Spread the word