Site icon CPI(M)

CPI(M) WB Secretary Surjya Kanta Mishra On ICMR-NICED Clarifications

Surja Mishra

১৩ এপ্রিল, ২০২০

কলকাতা

আইসিএমআর-নাইসেড’এর অধিকর্তা সোমবার সংবাদমাধ্যমে এরাজ্যে করোনা ভাইরাসজনিত রোগের পরীক্ষা পরিকাঠামো অব্যবহৃত রাখা সম্পর্কে যা বলেছেন তা শুধু উদ্বেগজনকই নয়, কেলেঙ্কারিও। পশ্চিমবঙ্গ সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য চাপা দিচ্ছে যা সহ্যের সীমা অতিক্রম করেছে। মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে এবং রোগ পরীক্ষা প্রক্রিয়া এড়ানোর কাজ বন্ধ করে ২৪ ঘন্টার মধ্যে নাইসেড’এর রোগ পরীক্ষা পরিকাঠামোর পূর্ণ ব্যবহার সুনিশ্চিত করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে করোনা মোকাবিলায় রোগ পরীক্ষায় স্বচ্ছতা সুনিশ্চিত না করা হলে আমরা বাধ্য হবো লক ডাউনের নিয়মবিধি মান্য করেই প্রতিবাদে নামতে।

আইসিএমআর-নাইসেড’এর অধিকর্তার বক্তব্যের ভিডিওটি দেখতে নিচের লিংক ব্যাবহার করুন।

ICMR-NICED kolkata Director Clarifies About CORONA Kit Stock Video Courtesy : NDTV

Spread the word