Site icon CPI(M)

Condemn Nagaland Killings

PB Statement

নাগাল্যান্ডে নৃশংস হত্যাকান্ডের ঘটনার নিন্দা জানালো পলিট ব্যুরো

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে।

সিপিআই(এম)-এর পলিট ব্যুরো নাগাল্যান্ডের মোন জেলায় সেনাবাহিনীর বিশৃঙ্খল অপারেশনের তীব্র নিন্দা করছে। এই ঘটনায় কমপক্ষে ১৭ জন সাধারণ মানুষ এবং একজন সৈনিকের মৃত্যু হয়েছে।

পলিট ব্যুরো শোকাহত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং দাবি করছে যে কেন্দ্রীয় সরকার অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে।

সেনাবাহিনী ব্যাখ্যা দিয়েছে যে এই নৃশংস হত্যাকাণ্ড একটি “গোয়েন্দার কাজে ব্যর্থতার” কারণে ঘটেছে তাতে স্পস্ট হয়েছে যে এই ধরনের একটি অতর্কিত ভুল কীভাবে ঘটেছে। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।

এই ঘটনায় আবারও আইনি বিধানে সশস্ত্র বাহিনীর জন্য বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের প্রয়োজনীয়তাকেই তুলে ধরছে।

Spread the word