Site icon CPI(M)

Comrade Manab Mukherjee Passes Away

Manab Mukherjee Cover

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী কমরেড মানব মুখার্জি কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন ।

কমরেড মানব মুখার্জী আজ সকাল ১১-১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। ১১-৪৫ নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন। আজ চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে।

কমরেড মানব মুখার্জি অমর রহে।

কমরেড মানব মুখার্জি লাল সেলাম।

কাল ৩০ নভেম্বর সকাল ১০-০০ টায় বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টির রাজ্য দপ্তর, ১১-৩০টায় জেলা দপ্তরে পৌঁছাবে।

দুপুর ২ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান সম্পন্ন হবে।

Spread the word
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp